Search

Search

অপে ক্ষা

  • Day
  • Hours
  • Min
  • Sec

‘কোনো রাজনৈতিক দল যদি লাইনের বাইরে যায় তাদের মাশুল দিতে হবে’

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশীদ | ছবি: স্টার নিউজ
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশীদ বলেছেন, ‘বর্তমান সময়ে নাগরিক সমাজের নজরদারি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। পাশাপাশি নতুন প্রজন্মও রাজনৈতিক কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কোনো রাজনৈতিক দল যদি খুব বেশি লাইনের বাইরে চলে যায়, তার জন্য তাদের মাশুল দিতে হবে।’

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শারমিন এস মুরশীদ বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের পরিবেশ তৈরি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। আর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে কোনো সহিংসতা হলে তা সরকারের পক্ষ থেকে হবে না, বরং রাজনৈতিক দলগুলোর পারস্পরিক কোন্দল থেকেই এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’

তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচনের পরিবেশ যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিশেষ করে বড় ও শক্তিশালী দলগুলোর দায়িত্ব আরও বেশি।’

সভায় জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতে ইসলামীর আমির শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আজিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পর্কিত খবর :