বাংলাদেশকে সমর্থন দেখানোর জন্য বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
নিরাপত্তা ও উদ্বেগের কথা জানিয়ে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে শনিবার আরও একবার নিজেদের শক্ত অবস্থানের কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তখন পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছিল, বাংলাদেশের দাবি পূরণ না হলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান।
এ নিয়ে গুঞ্জনের মধ্যেই আজ সোমবার (১৯ জানুয়ারি) গাল্ফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান।
সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো যদি ভারত থেকে সরানো না হয়, তাহলে পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে যাবে কি-না, এই প্রশ্নের জবাবে পিসিবি বলেছে, ‘না, এটা পিসিবির অবস্থান নয়।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কথা বললে আইসিসি এটা বলবে যে তাদের ম্যাচগুলো তো শ্রীলঙ্কাতেই হচ্ছে। তাই বিশ্বকাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর কোনো কারণ নেই।