Search

Search

অপে ক্ষা

  • Day
  • Hours
  • Min
  • Sec

টাঙ্গাইলে ফায়ারিং প্রশিক্ষণের সময় পুলিশ সদস্য গুলিবিদ্ধ

ছবি: স্টার নিউজ
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) প্রশিক্ষণ চলাকালীন সময়ে মো. মাসুম (১৯) নামে এক ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনিং চলাকালে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ফায়ারিং বাটে পরীক্ষা চলাকালীন হঠাৎ একটি চায়না রাইফেলের গুলি মাসুমের পিঠের বাম পাশের কাঁধে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে দ্রুত উদ্ধার করা হয়। ঘটনার পর প্রশিক্ষণার্থী মাসুমকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য র‌্যাবের হেলিকপ্টারযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

তিনি টিআরসি নম্বর-২৬৫২০৪ এবং বর্তমানে মহেড়া পিটিসিতে প্রশিক্ষণরত।

সম্পর্কিত খবর :