Search

Search

অপে ক্ষা

  • Day
  • Hours
  • Min
  • Sec

একা শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় আর শান্তি নিয়ে ভাবতে বাধ্য নন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ নেয়ার ইচ্ছা আবারও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

সম্প্রতি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরেকে পাঠানো এক বার্তায় ট্রাম্প এসব অভিযোগ করেন। চিঠিতে তিনি নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার জন্য নরওয়েকেও দায়ী করেন। বলেন, '৮টি যুদ্ধসহ আরও অনেক সংঘাত থামানোর পরও তার দেশ তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি'। তিনি বলেন, 'গ্রিনল্যান্ডের ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক নিয়ন্ত্রণ ছাড়া বিশ্ব নিরাপদ নয়।'

ট্রাম্প চিঠিতে আরও বলেন, 'এখন থেকে যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো শুধু তাই নিয়ে ভাববো'।

চিঠির জবাবে নরওয়ের প্রধানমন্ত্রী স্টোরে জানান, নোবেল শান্তি পুরস্কার কোনো সরকারের মাধ্যমে নয়, একটি স্বাধীন কমিটির মাধ্যমে দেওয়া হয়। চলতি বছরের অক্টোবরে ওই কমিটি ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দিয়েছে।

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা ট্রাম্প কখনোই গোপন করেননি। সম্প্রতি একাধারে তিনি বলছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া প্রয়োজন।

এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে ব্রিটেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নির্ধারণের সিদ্ধান্ত শুধুমাত্র গ্রিনল্যান্ডের জনগণের। গ্রিনল্যান্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাইরের কোনো দেশের নেই।

সম্পর্কিত খবর :