Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এই অংশে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি ঢাকাগামী ছিল। করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাককে সামনে থেকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই তিনজন মারা যান। মাইক্রোবাসটি প্রচণ্ড গতিতে চলছিল বলে ধারণা করছে পুলিশ।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়েছিলেন অথবা গাড়ির ব্রেক ফেল করেছিল। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।”

দুর্ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

সম্পর্কিত খবর :