ধানুশ-ম্রুণাল কি সত্যিই বিয়ে করছেন?
শোবিজ অঙ্গনে গত বছরের শুরু থেকেই চলছিল অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ও ধানুশের প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছিল, দুজন জড়িয়েছেন প্রেমের সম্পর্কে। বছরের মাঝামাঝি সময়ে সেই গুঞ্জন আরও জোরালো হলেও গত আগস্টে ম্রুণাল স্পষ্ট করে জানিয়েছিলেন, ধানুশ তার কাছে শুধুই একজন ভালো বন্ধু।তবে এবার শুরু হয়েছে নতুন জল্পনা, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।
শোবিজের এমন গুঞ্জনে মুখ খুলেছেন নায়কের কাছের মানুষরা।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড শাদির প্রতিবেদনে দাবি করা হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি বিয়ে করার পরিকল্পনা করছেন ম্রুণাল ঠাকুর ও ধানুশ। এই বিয়ে হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে, যেখানে থাকবেন কেবল পরিবারের সদস্য ও বন্ধুরা।
যদিও এখন পর্যন্ত ম্রুণাল বা ধানুশ কেউই কিংবা তাদের টিমের পক্ষ থেকে এই খবর নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।এই দুই তারকা তাদের ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখার চেষ্টা করেছেন। তবু তাদের ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জন স্বাভাবিকভাবেই সবার আলোচনায় থাকছে।
এদিকে, গত আগস্টে ‘সন অব সরদার ২’-এর বিশেষ প্রদর্শনীতে ধানুশের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়।
তখন একাধিক ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছিল, ম্রুণালের জন্যই চেন্নাই থেকে মুম্বাই এসেছিলেন ধানুশ। যদিও সে সময় ম্রুণাল স্পষ্ট করে জানান, তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ছবির প্রযোজক অজয় দেবগন।
তবে ওই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর গুঞ্জন আরও জোরালো হয়।
ভিডিওতে দেখা যায় ম্রুণাল ও ধানুশকে হাত ধরে থাকতে ও কানে কানে কথা বলতে। এ ছাড়া ধানুশ অভিনীত ‘তেরে ইশ্ক মে’ ছবির র্যাপআপ পার্টিতে ম্রুণালের উপস্থিতি এবং তার জন্মদিনের পার্টিতে ধানুশের যোগ দেওয়ায় ভক্তদের মাঝে কৌতূহল আরও বাড়িয়েছে।
উল্লেখ্য, ধানুশ এর আগে সুপারস্টার রজনীকান্তের কন্যা ও নির্মাতা ঐশ্বরিয়া রজনীকান্তকে বিয়ে করেন। দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবন শেষ করে ২০২২ সালে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন এবং ২০২৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।