চবিতে রামদাসহ নিরাপত্তাকর্মী গ্রেপ্তার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) টার্গেটকৃত ৩ ব্যক্তিকে কোপানোর উদ্দেশ্যে আসা রামদা হাতে চবির এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) রাত ১১টায় চবির শাহ আমানত হলে এ ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইন ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা এজাহার করা হয়েছে।
জানা গেছে, আটক নিরাপত্তাকর্মীর স্কুলজীবনের কয়েকজন জুনিয়রের কাছে চোরাই মোবাইল বিক্রিকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ৩ বহিরাগত হলের একজন শিক্ষার্থীর তত্বাবধানে হলে অবস্থান করছিলেন। খবর পেয়ে অভিযুক্ত নিরাপত্তাকর্মী রামদা হাতে ছুটে আসে। পরে হলটির কয়েকজন শিক্ষার্থী তাকে হাতেনাতে ধরে ফেলে।
আটক নিরাপত্তাকর্মীর নাম নূর ইসলাম বিপ্লব। তিনি ‘আতঙ্ক বিপ্লব’ নামে পরিচিত। তিনি বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তাকর্মী। চবি ল্যাবরেটরি কলেজে পড়াকালীন তিনি চবি ছাত্রলীগের ইকবাল গ্রুপের কর্মী ছিলেন বলে অভিযোগ রয়েছে।
চবি পুলিশ ফাঁড়ির আইসি আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘ঐ ব্যক্তিকে রাতে আমাদের টিম গ্রেপ্তার করে হাটহাজারী থানায় পাঠিয়েছে। তবে মামলার বিষয়টি আমার জানা নেই। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘তাকে পুলিশ থানায় পাঠিয়েছে। সে যেহেতু বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী; তাই এ বিষয়ে কি করা যায়, আমরা সেটা আলোচনা করছি।’