Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ভ্রমণের আগে যেগুলো মাথায় রাখতেই হবে

ছুটি মানেই ঘোরাঘুরি। আর ঘোরাঘুরি মানেই নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা। কিন্তু বেড়াতে যাওয়ার আগেই যদি কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি নেয়া না হয় তাহলে আনন্দের সফরটাই পরিণত হতে পারে ঝামেলায়। তাই ভ্রমণে বের হওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখা খুব জরুরি।

নিচে দেয়া হলো এমনই সাতটি প্রয়োজনীয় প্রস্তুতি টিপস, যা আপনার ভ্রমণকে করে তুলতে পারে স্মরণীয় ও ঝামেলামুক্ত :


১. গন্তব্য বেছে নিন চিন্তাভাবনা করে : ভ্রমণে যেখানে যাচ্ছেন, সেখানকার আবহাওয়া, সংস্কৃতি ও খরচ সম্পর্কে জেনে নিন। পাহাড়, সমুদ্র, জঙ্গল না শহর আপনার মুড ও বাজেট অনুযায়ী জায়গা বেছে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

২. টিকিট ও হোটেল আগে থেকেই বুক করুন : আজকাল ভ্রমণের মৌসুমে টিকিট পাওয়া কঠিন হয়ে যায়। তাই ফ্লাইট, ট্রেন, বাসের টিকিট ও হোটেল অগ্রীম বুক করে রাখুন। এতে বাজেট নিয়ন্ত্রনে থাকে এবং শেষ মুহূর্তের দুশ্চিন্তা কমে।

৩. ব্যাগ প্যাকিং পরিকল্পনা করে রাখুন : যাত্রার ধরণ অনুযায়ী ব্যাগ গুছিয়ে নিন। অতিরিক্ত জিনিস নেয়া থেকে বিরত থাকুন। অবশ্যই সাথে রাখুন প্রয়োজনীয় ওষুধ, চার্জার, মানিব্যাগ আর প্রয়োজনীয় জামাকাপড়।

৪. জরুরী কাগজপত্র সঙ্গে রাখুন : ভোটার আইডি, পাসপোর্ট, লাইসেন্স, টিকিট, হোটেল বুকিং-এর প্রিন্ট বা সফটকপি সঙ্গে রাখুন। প্রয়োজনে এসব ডকুমেন্ট গুগল ড্রাইভে সেভ করে রাখা যেতে পারে।

৫.স্বাস্থ্য সংক্রান্ত প্রস্তুতি নিন : ভ্রমণের আনন্দে নিজের স্বাস্থ্যের কথা ভুলে গেলে চলবে না। গন্তব্যস্থলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন যেন না পড়ে, তাই সাথে রাখুন ফার্স্ট এইড কিট, নিজের নিয়মিত খাওয়ার ওষুধ ও স্যানিটাইজার। যারা বিদেশ ভ্রমণে যেতে চাচ্ছেন তাদের জন্য ভ্যাকসিন ও স্বাস্থ্যবীমা জরুরী।

৬.আর্থিক পরিকল্পনা করে নিন : যথেষ্ট ক্যাশ, ডেবিট/ক্রেডিট কার্ড এবং বিকল্প পেমেন্ট অপশন সঙ্গে রাখতে পারেন। সব সময় একটা ইমার্জেন্সি ফান্ড রেখে দেয়া ভালো।

৭.মানসিক প্রস্তুতিও গুরুত্বপূর্ণ : ট্যুরে গেলে সবকিছু পরিকল্পনা মতো চলবেই, এমন নয়। তাই মানসিক প্রস্তুতি রাখতে হবে পরিবর্তনের জন্য। ভ্রমণ মানেই অভিজ্ঞতা, আনন্দ আর নতুন কিছু শেখা- সেটা উপভোগ করুন মন খুলে।


ভ্রমণে যাওয়ার আগে এই প্রস্তুতিগুলো নিয়ে নিলে আপনি নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন ছুটি আর ভ্রমণের আনন্দ। ব্যাগ গুছিয়ে ফেলুন আর বেরিয়ে পড়ুন নতুন কোনো গন্তব্যের খোঁজে।

সম্পর্কিত খবর :