Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

কম খরচে ঘর সাজাবেন যেভাবে

সংগৃহীত

ঘর মানে কেবল থাকার জায়গা নয়, ঘর মানে শান্তি, আরাম আর নিজের মতো করে বেঁচে থাকার অনুভূতি। দিনের শেষে ক্লান্ত শরীর আর মন নিয়ে যে জায়গাটায় ফিরে আসি, সেটাই আমাদের সবচেয়ে আপন আশ্রয়। অনেকেই মনে করেন, ঘর সুন্দর করে সাজাতে গেলে খরচের অঙ্কটা বড় হতে হয়। কিন্তু সত্যি বলতে, ঘর সাজানোর সৌন্দর্য টাকার ওপর নয় , এটি নির্ভর করে ভাবনা, রুচি আর যত্নের ওপর।

চলুন জেনে নেওয়া যাক কম খরচে ঘর সাজানোর কিছু কার্যকর উপায়।

দেয়ালে রঙ সাজে আনুন পরিবর্তন

ঘরের দেয়ালই ঘরের সৌন্দর্যের বড় অংশ জুড়ে থাকে। পুরো ঘর রঙ করা সম্ভব না হলে একটি দেয়ালে হালকা বা উজ্জ্বল রঙ ব্যবহার করতে পারেন। চাইলে নিজ হাতে প্যাটার্ন বা স্টেনসিল ব্যবহার করেও দেয়াল সাজানো যায়। কম খরচে দেয়ালে ফ্রেম করা ছবি, পোস্টার কিংবা নিজের আঁকা চিত্র ঝুলিয়ে ঘরে নতুন ভাব আনুন।

আলোতেই বদলে যায় ঘরের চেহারা

আলো ঘরের সৌন্দর্য বাড়ানোর সবচেয়ে সহজ কম খরচের উপায়। উজ্জ্বল সাদা আলোর বদলে উষ্ণ হলুদ আলো ব্যবহার করলে ঘর বেশি আরামদায়ক লাগে। ছোট ফেয়ারি লাইট, টেবিল ল্যাম্প কিংবা জানালার পাশে নরম আলো ঘরের পরিবেশকে করে তুলবে আরও মনোরম।

পুরোনো জিনিসে নতুন ব্যবহার

পুরোনো বোতল, কৌটা, কাঠের বাক্স বা ট্রে ফেলে না দিয়ে সেগুলো দিয়েই বানাতে পারেন ডেকোরেশন আইটেম। কাচের বোতলে ফুল রেখে ভাস হিসেবে ব্যবহার করা যায়, কাঠের বাক্স দিয়ে বানানো যায় শেলফ। একটু রঙ আর সৃজনশীলতাই পুরোনো জিনিসকে করে তুলতে পারে নতুন।

পর্দা কুশনে আনুন রঙের ছোঁয়া

ঘরের পর্দা কুশন কভার বদলালেই ঘরের লুক অনেকটাই পাল্টে যায়। নতুন সোফা বা আসবাব কেনার চেয়ে কেবল কুশন কভার বা পর্দা বদলানো অনেক সাশ্রয়ী। উজ্জ্বল বা কনট্রাস্ট রঙ বেছে নিলে ঘর দেখাবে আরও প্রাণবন্ত।

গাছেইআসে প্রাণ

ঘর সাজাতে গাছের বিকল্প নেই। কম খরচে ছোট ইনডোর প্ল্যান্ট কিনে জানালা, বারান্দা কিংবা কোণে রাখলে ঘরে আসে সতেজতা। মানিপ্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট বা মানি ট্রি খুব কম যত্নেই টিকে থাকে।

আয়নার সঠিক ব্যবহার

ছোট ঘরে আয়না ব্যবহার করলে জায়গা বড় দেখায় এবং আলোও বেশি প্রতিফলিত হয়। একটি বড় আয়না বা কয়েকটি ছোট আয়না সৃজনশীলভাবে দেয়ালে বসিয়ে ঘরের সৌন্দর্য বাড়ানো যায়।

সম্পর্কিত খবর :