ঢাকার আশেপাশে কোথায় ঘুরতে যাবেন?
ইট–পাথরের শহর ঢাকায় প্রতিদিনের দৌড়-ঝাঁপ, যানজট আর কাজের চাপে একসময় মনে হয় কোথাও একটু পালিয়ে যাই। কিন্তু লম্বা ছুটি, বড় বাজেট বা দূরপাল্লার ভ্রমণ সবার পক্ষে সম্ভব হয় না। ঠিক এই জায়গাতেইঢাকার আশেপাশের ভ্রমণ গন্তব্যগুলো হয়ে ওঠে আশীর্বাদ। একদিন বা ছোট উইকেন্ডে, অল্প খরচেই ঘুরে আসা যায় এমন জায়গায় প্রকৃতি, ইতিহাস আর প্রশান্তির অভাব নেই।
সোনারগাঁও ও পানাম নগর
ঢাকা থেকে সবচেয়ে সহজ ও জনপ্রিয় ভ্রমণ গন্তব্য সোনারগাঁও। বাংলার প্রাচীন রাজধানীর স্মৃতি বয়ে বেড়ানো এই অঞ্চলের প্রধান আকর্ষণ পানাম নগর। দুই পাশে সারি সারি পুরনো দালান, নীরব রাস্তা আর শতবর্ষীস্থাপত্য ইতিহাস প্রেমীদের মুগ্ধ করে। পাশেই বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর, যেখানে গ্রামীণ বাংলার জীবনধারা ও ঐতিহ্য সম্পর্কে জানা যায়। ঢাকা থেকে যেতে ১-১.৫ ঘণ্টা সময় লাগে। আর খরচ (প্রতি জন) যাতায়াত ২০০–৪০০ টাকা, প্রবেশ ফি ৫০–১০০ টাকা, খাবার ৩০০–৫০০ টাকা।
জিন্দা পার্ক, নারায়ণগঞ্জ
প্রকৃতির মাঝে নিরিবিলি সময় কাটাতে চাইলে জিন্দা পার্ক আদর্শ। লেক, খোলা মাঠ, হাঁটার পথ সব মিলিয়ে পরিবার বা বন্ধুদের সঙ্গে আরামদায়ক সময় কাটানো যায় এখানে। শহরের কাছে থেকেও জায়গাটিকোলাহলমুক্ত।যাতায়াত সময় ঢাকা থেকে প্রায় ১ ঘণ্টা লাগে। আর প্রতি জন যাতায়াত ৩০০–৫০০ টাকা, প্রবেশ ফি ৫০–১০০ টাকা, খাবার ৩০০–৬০০ টাকা।
ভাওয়াল জাতীয় উদ্যান, গাজীপুর
শালবনের ছায়া, পাখির ডাক আর প্রশান্ত পরিবেশ সব মিলিয়ে ভাওয়াল জাতীয় উদ্যান যেন ঢাকার পাশেই এক টুকরো বনভূমি। সকালের দিকে গেলে হাঁটা কিংবা হালকা ট্রেকিংও করা যায়। ১–১.৫ ঘণ্টা সময়েই ঢাকাথেকে গাজীপুর পৌঁছানো যায়।যাতায়াত খরচ ২০০–৪০০ টাকা, প্রবেশ ফি ৩০–৫০ টাকা এবং খাবার ৩০০–৫০০ টাকাতেই জনপ্রতি হয়ে যাবে।
নুহাশ পল্লী,গাজীপুর
নন্দিত লেখক হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত নুহাশ পল্লী শুধু একটি ভ্রমণকেন্দ্র নয়, বরং এক ধরনের অনুভূতি। জলাশয়, গাছপালা আর নীরব পরিবেশে সময় কাটালে মন নিজে থেকেই শান্ত হয়ে আসে।ঢাকা থেকে নুহাশপল্লী যেতেও ১–১.৫ ঘণ্টা সময় লাগে। জন প্রতিযাতায়াত খরচ ৩০০–৫০০ টাকা, প্রবেশ ফি ১০০–২০০ টাকা, খাবার ৩০০–৫০০ টাকা।
মাওয়া ও পদ্মা নদীর পাড়
নদীর ধারে বসে বাতাস উপভোগ করতে চাইলে মাওয়া হতে পারে সেরা পছন্দ। পদ্মা সেতু দেখা, নদীর পাড়ে হাঁটা আর তাজা ইলিশের স্বাদ সব মিলিয়ে একদিনের ভ্রমণ পূর্ণতা পায়।যাতায়াত সময় দেড় থেকে ২ ঘণ্টা। খরচ (প্রতি জন) যাতায়াত ৩০০–৬০০ টাকা, খাবার ৫০০ থেকে ১ হাজার টাকা।
আশুলিয়া লেক এলাকা
সময় কম থাকলে আশুলিয়া লেক অঞ্চলও ভালো বিকল্প। বিকেলের দিকে লেকের ধারে বসে চা-আড্ডা, ছবি তোলা এই ছোট আনন্দই বদলে দিতে পারে পুরো দিনের ক্লান্তি।খরচ (প্রতি জন) যাতায়াত ২০০–৩০০ টাকা, খাবার ২০০–৪০০ টাকা।
ভ্রমণ পরিকল্পনায় কয়েকটি দরকারি টিপস
ভোরে বের হলে যানজট কম পাবেন এবং সময় বাঁচবে। ছুটির দিনে গেলে ভিড়ের কথা মাথায় রেখে পরিকল্পনা করুন। পানির বোতল ও হালকা খাবার সঙ্গে রাখলে খরচ কমে। দল বেঁধে গেলে যাতায়াত ব্যয় ভাগ হয়ে যায়,আনন্দও বাড়ে।
ভ্রমণ মানেই দূরে কোথাও চলে যাওয়া নয়। ঢাকার আশেপাশেই ছড়িয়ে আছে ইতিহাস, প্রকৃতি আর প্রশান্তির অসংখ্য ঠিকানা। মাত্র ৫০০ থেকে দেড় হাজার টাকার মধ্যেই কাটিয়ে আসতে পারেন একদিনের সুন্দর সময়, যানতুন করে শক্তি জোগাবে ব্যস্ত শহুরে জীবনে।