Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

শখের গাছের যত্ন

শখের গাছকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন সঠিক যত্ন | সংগৃহীত
ব্যস্ত নগরজীবনে একটু স্বস্তির ছোঁয়া পেতে অনেকেই ঘরের কোণে, বারান্দায় বা ছাদে শখের গাছ লাগান। ছোট্ট একটি টবের গাছও মন ভালো করে দিতে পারে, কমিয়ে দেয় মানসিক চাপ। তবে শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শখের গাছকে বাঁচিয়ে রাখতে ও সুন্দরভাবে বড় করে তুলতে চাই নিয়মিত যত্ন ও সচেতনতা। গাছের যত্ন মানে প্রকৃতির সঙ্গে এক ধরনের নীরব বন্ধন গড়ে তোলা।

গাছ বাছাইয়ে সচেতনতা জরুরি

শখের গাছের যত্ন শুরু হয় সঠিক গাছ বাছাইয়ের মাধ্যমে। ঘরের ভেতরে রাখার জন্য মানিপ্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট বা ফার্ন ভালো বিকল্প। এগুলো কম আলোতেও টিকে থাকতে পারে। বারান্দা বা ছাদের জন্য গোলাপ, জবা, নয়নতারা, টগর কিংবা ফলজ গাছ লাগানো যায়। নিজের সময়, জায়গা ও আলো-বাতাসের পরিমাণ বুঝে গাছ নির্বাচন করলে যত্ন নেওয়াও সহজ হয়।

আলো ও বাতাসের গুরুত্ব

প্রতিটি গাছের আলো ও বাতাসের চাহিদা আলাদা। কিছু গাছ সরাসরি রোদ পছন্দ করে, আবার কিছু গাছ ছায়ায় ভালো থাকে। ঘরের গাছগুলো এমন জায়গায় রাখতে হবে, যেখানে পরোক্ষ সূর্যালোক আসে এবং বাতাস চলাচল করে। দীর্ঘদিন অন্ধকার বা বন্ধ ঘরে রাখলে গাছ দুর্বল হয়ে পড়ে, পাতা হলদে হতে শুরু করে।



পানি দেওয়ায় চাই ভারসাম্য

শখের গাছ নষ্ট হওয়ার অন্যতম কারণ অতিরিক্ত পানি। অনেকেই প্রতিদিন পানি দিয়ে গাছের ক্ষতি করেন। গাছের টবের মাটি আঙুল দিয়ে ছুঁয়ে দেখুন, মাটি শুকনো হলে তবেই পানি দিন। বর্ষাকালে পানি কম দিতে হয়, আর গরমকালে একটু বেশি। আর শীতকালেও বুঝে পানি দিতে হবে। টবের নিচে পানি জমে থাকলে তা বের হওয়ার ব্যবস্থা রাখতে হবে, না হলে শিকড় পচে যেতে পারে।

মাটি ও সার ব্যবস্থাপনা

গাছের সুস্থ বৃদ্ধির জন্য ভালো মাটি খুব গুরুত্বপূর্ণ। টবের মাটি ঝুরঝুরে ও পানি ঝরঝরে হওয়া দরকার। বাগানের মাটির সঙ্গে গোবর সার, ভার্মি কম্পোস্ট বা পচা পাতা মিশিয়ে ব্যবহার করলে গাছ দ্রুত বাড়ে। মাসে একবার অল্প পরিমাণ জৈব সার দিলেই যথেষ্ট। অতিরিক্ত রাসায়নিক সার গাছের ক্ষতি করতে পারে।

পাতা পরিষ্কার ও ছাঁটাই

গাছের পাতায় ধুলো জমলে তা আলো শোষণে বাধা দেয়। তাই সপ্তাহে একদিন ভেজা কাপড় দিয়ে পাতা মুছে দিলে গাছ সতেজ থাকে। শুকনো বা হলদে পাতা নিয়মিত কেটে ফেললে নতুন পাতা গজাতে সাহায্য করে। ফুলগাছের ক্ষেত্রে মরা ফুল ছেঁটে দিলে আবার ফুল আসার সম্ভাবনা বাড়ে।

রোগ ও পোকামাকড় থেকে সুরক্ষা

শখের গাছে মাঝেমধ্যে পোকা বা রোগ দেখা দিতে পারে। পাতায় দাগ, জাল বা পোকা দেখলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ঘরোয়া উপায়ে নিমপাতার পানি বা সাবান পানি স্প্রে করলে অনেক সময় কাজ দেয়। নিয়মিত নজর রাখলে গাছ বড় কোন সমস্যায় পড়ার আগেই সমাধান করা যায়।



গাছের সঙ্গে সময় কাটানো

গাছের যত্ন শুধু কাজ নয়, এটি এক ধরনের থেরাপি। প্রতিদিন কিছুটা সময় গাছের পাশে বসা, পানি দেওয়া বা নতুন পাতা গজাতে দেখা—এসব মনকে শান্ত করে। শখের গাছ ধীরে ধীরে ঘরের সৌন্দর্য বাড়ায়, আর মানুষের জীবনে নিয়ে আসে সবুজের প্রশান্তি। যত্ন আর ভালোবাসা পেলে এই গাছগুলোই হয়ে উঠতে পারে আপনার জীবনে খুব কাছের সঙ্গী।

সম্পর্কিত খবর :