Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ভেনেজুয়েলায় অভিযান

মাদুরোকে ধরতে নকল বাড়ি তৈরি করে মার্কিন বাহিনী

বাঁ দিক থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো | সংগৃহীত

সময়টা ঠিক শনিবার ভোর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুট করেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ স্যোশালসে জানান, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে তার দেশ। অভিযানে আটক করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের চালানো সবচেয়ে জটিল অভিযানের মধ্যে এটি।

এদিকে মাদুরোকে আটকের পরিকল্পনা সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কিছু সূত্রের বরাতে তারা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র তার পরিকল্পনা বাস্তবায়নে কয়েকমাস ধরে মহড়া ও অনুশীলন চালিয়েছে।

রয়টার্স জানায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটকে যুক্ত ছিল, মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্সসহ অভিজাত সব গোয়েন্দারা। এ লক্ষ্যে মার্কিন সেনারা মাদুরোর সুরক্ষিত বাড়ির হুবহু একটি বাড়ি তৈরি করে, এবং কীভাবে বাসভবনে প্রবেশ করবে তার অনুশীলন চালায়।

রয়টার্স বলছে, এই অভিযানের পরিকল্পনা শুরু হয় গেল বছরের আগস্ট মাস থেকে। এতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কাজে লাগায় মাদুরোর এক ঘনিষ্ঠ ব্যক্তিকে। তারমাধ্যমেই গোয়েন্দা সংস্থা মাদুরোর দৈনন্দিন গতিবিধির ওপর নজর রাখত।

অভিযানের জন্য সবকিছু তৈরি হওয়ার পর, মাত্র চার দিন আগে ডোনাল্ড ট্রম্প চূড়ান্ত অনুমোদন দেন। তবে গোয়েন্দা সংস্থার সদস্যরা আরেকটু ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করতে বলেছিলেন। এরপর শুক্রবার রাত ১০টা ৪৬ মিনিটে মার্কিন প্রেসিডেন্ট অভিযানের নির্দেশ দেন। এরপর ফ্লোরিডার মার-এ লাগো পাম বিচে বসে ঘণ্টাব্যাপী এই অভিযানের লাইভ সম্প্রচার দেখেন তিনি। এসময় ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন, সব উপদেষ্টারা।

সম্পর্কিত খবর :