‘১২ ফেব্রুয়ারির আগে ১১ দলীয় জোটে অনেক কিছুই হতে পারে’
জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা জটিলতায় নতুন জোটের ইঙ্গিত দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, ‘১২ ফেব্রুয়ারির আগে ১১ দলীয় জোটে অনেক কিছুই হতে পারে।’
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে দলের সর্বোচ্চ পরিষদ মজলিসে আমেলার বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
গাজী আতাউর রহমানগাজী আতাউর রহমান বলেন, ‘ইসলামী আন্দোলন ৫০টি আসন চাইছে, কিন্তু জামায়াত ৪০টির বেশি আসন ছাড়তে রাজি নয়। এ নিয়ে ইসলামী দল দুটির সমঝোতা আটকে যায়।’
তিনি জানান, ১১ দলের আসন সমঝোতার বিষয়ে আলোচনা এখনো চলমান। তবে জোটের আজকের সাংবাদিক সম্মেলন নিয়ে কিছু জানতো না ইসলামী আন্দোলন।
তিনি বলেন, ‘জোটের মধ্যে শ্রদ্ধাশীলতার জায়গা নষ্ট হওয়ায় দূরত্ব বেড়েছে। তবে জোটের ভবিষ্যৎ কী হবে তা দুই-এক দিনের মধ্যে স্পষ্ট হবে।’