Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

হজ শুরু ৪ জুন, ঈদ ৬ জুন

চলতি বছর পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামী ৪ জুন থেকে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করার পর এই ঘোষণা দেয় দেশটির সুপ্রিম কোর্ট। দেশটির শীর্ষ আদালত মঙ্গলবার ঘোষণা করেছে, এ বছর হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে ৫ জুন, বৃহস্পতিবার। আর ঈদুল আজহা পালিত হবে ৬ জুন, শুক্রবার।

হজ প্রস্তুতির শেষ পর্যায়ে এসে পৌঁছেছে পবিত্র নগরী মক্কা। মসজিদুল হারামে প্রতিদিন জমছে লাখো মুসল্লি। হজ পালনে বিশ্বের নানা প্রান্ত থেকে মক্কায় জড় হতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত লাখ লাখ মানুষ মসজিদুল হারামে তাওয়াফ ও ইবাদতে মগ্ন থাকেন। তীব্র গরম আর ভিড়ের মধ্যেও কারোর মুখে নেই ক্লান্তির ছাপ।

ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ হজ। শারীরিক ও আর্থিক সামর্থ্যবান মুসলমানদের জন্য এটা ফরজ। এবার বিশ লাখের বেশি মানুষ হজে অংশ নেবে।

প্রতিবছর জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে হজ্বের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। হজের দ্বিতীয় দিন অর্থাৎ ৫ জুন লাখো মুসল্লি জমায়েত হবেন আরাফাতের ময়দানে এবং নামাজ আদায় করবেন। এখানেই অবস্থিত সেই বিখ্যাত পাহাড় যেখান থেকে নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এরপর মুসল্লিরা মিনায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। হজ শেষ হবে ঈদের দিন আল্লাহর প্রতি হযরত ইব্রাহিম (আ) এর আনুগত্যের স্মরণে পশু কুরবানির মাধ্যমে।

সম্পর্কিত খবর :