Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

আজও সাইন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের, তীব্র যানজট

রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের | ছবি: ভিডিও থেকে সংগৃহীত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করবে বলে হুশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করে অবস্থান নেন। এ সময় গুরুত্বপূর্ণ এই রাস্তাটি অচল হয়ে পড়ে। এতে ধানমন্ডি, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে। তীব্র যানজটে নগরবাসী ভোগান্তি পোহাচ্ছে।

শিক্ষার্থীরা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ চান শিক্ষার্থীরা।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির এক দফা দাবিতে দুপুর ১২টার পর থেকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে থাকে ৭ কলেজের শিক্ষার্থীরা। এতে পুরোপুরি বন্ধ হয়ে যায় সাইন্সল্যাব এলাকায় যানচলাচল। শিক্ষার্থীরা বলছে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা সড়কে অবস্থান নিয়েছেন। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
আজ উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতি কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি করছেন তারা। দাবি বাস্তবায়ন নাহলে আন্দোলন চলমান রাখার কথা বলছেন শিক্ষার্থীরা।

সবশেষ গত ৭ এবং ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছিলো আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তাদেরকে জানুয়ারি মাসের প্রথমদিকে অধ্যাদেশ জারি করার আশ্বস্ত করে শিক্ষা মন্ত্রণালয়।

সম্পর্কিত খবর :