Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

আজ বছরের দীর্ঘতম রাত

সংগৃহীত

বাংলাদেশসহ উত্তর গোলার্ধের দেশগুলোতে আজ রাতের দৈর্ঘ্য সর্বাধিক এবং দিনের দৈর্ঘ্য হবে সর্বনিম্ন।জ্যোতির্বিজ্ঞানের ভাষায়,দিনটিকে বলা হয় শীতকালীন অয়নান্ত

শনিবার (২১ ডিসেম্বর)সূর্য পৃথিবীর উত্তর গোলার্ধের সবচেয়ে দক্ষিণে অবস্থান করছে, ফলে দিনের আলো থাকবে কম সময় আর রাত হবে সবচেয়ে দীর্ঘ।

আবহাওয়াবিদদের মতে, এই সময় থেকেই শীতের প্রকোপ ধীরে ধীরে বাড়তে থাকে। একই সঙ্গে আজকের পর থেকে দিন বড় হতে শুরু করবে এবং রাতের দৈর্ঘ্য আস্তে আস্তে কমবে।

জ্যোতির্বিজ্ঞানীদেরমতে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে ঘুরতে এমন এক অবস্থানে পৌঁছায়, যখন সূর্যের কিরণ সবচেয়ে তির্যকভাবে পড়ে। এর ফলেই উত্তর গোলার্ধে শীতকাল চূড়ান্ত রূপ নেয়।ফলে সূর্যোদয় হয় তুলনামূলক দেরিতে এবং সূর্যাস্ত হয় আগেভাগে।

উল্লেখ্য, দক্ষিণ গোলার্ধে আজ ঠিক উল্টো চিত্র,সেখানে আজ বছরের সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত।

সম্পর্কিত খবর :