এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়, গ্রেপ্তার ২
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয় করার অভিযোগে নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্টেন্টসহ ২ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এনআইডি সংশোধন, ভুয়া তথ্য সংযোজন এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে বিক্রি করে আসছিলেন। প্রতি মাসে তারা কোটি টাকারও বেশি আয় করতেন অবৈধ এই কাজে।’
সিআইডি আরও জানায়, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সিআইডি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান এ কর্মকর্তা।