Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

নিয়োগে অনিয়ম, খুবির দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

খুলনা বিশ্ববিদ্যালয় | ছবি : সংগৃহীত
নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) তাদের চিঠি দিয়ে বরখাস্তের বিষয়টি জানানো হয়।

শিক্ষক দু'জন হলেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী হুমায়ুন কবির ও কামরুল হাসান।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রভাষক পদে আবেদনপত্র যাচাই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ছিল। অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে গুরুতর অপরাধ প্রমাণিত হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে গত ২৮ ডিসেম্বর সিন্ডিকেটের ২৩৪তম সভার ১৩ নম্বর সিদ্ধান্ত মোতাবেক সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২ ধারা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

সম্পর্কিত খবর :