বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, যা বললেন ইসি সচিব
বাহরাইনে প্রবাসীদের কাছে পাঠানো ১৬০টি পোস্টাল ব্যালট এক জায়গায় থাকা এবং ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচন ভবনে এ বিষয়ে সাংবাদিকদের ব্যাখ্যা দেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘আমরা ডাক বিভাগের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ব্যালট পাঠাচ্ছি। বাহরাইনে ১৬০টি ব্যালট একটি বক্সে পাঠানো হয়েছিল। অনেকটা ছাত্রাবাসের চিঠির বক্সের মতো, যেখান থেকে প্রবাসীরা তাদের ব্যালট সংগ্রহ করবেন। ব্যালট হাতে পেয়ে প্রবাসীরা আনন্দিত হয়ে ভিডিও করেছেন, তবে ভিডিওটি করা ঠিক হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশের পোস্টাল সিস্টেম ভিন্ন হওয়ায় বাহরাইনের ক্ষেত্রে এমনটি হয়েছে।’
ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’ প্রতীক থাকার প্রসঙ্গে সচিব বলেন, ‘যতটুকু জানা আছে, সরকারিভাবে যে গেজেট পাবলিশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা বা অর্ডার অনুযায়ী ব্যালট সাজানো হয়েছে।
ব্যালট পুনরায় ছাপা হবে কি-না জানতে চাইলে সচিব বলেন, ‘এটি নিয়ে এখনই মন্তব্য করা যাবে না। কমিশন সভায় আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’