Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের আগুন, ৪২ জন উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার জমেলা টাওয়ার নামের একটি ১২ তলা ভবনে লাগা আগুন ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এ পর্যন্ত মোট ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

অগ্নিকান্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার দুপুর ১২টার দিকে সংবাদমাধ্যমকে বলেন, ‘কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে গঠিত এই তাওয়ার; কিন্তু এগুলোর বেজমেন্ট একটি। এটি বাণিজ্যিক কাম আবাসিক ভবন।’

তিনি আরও বলেন, ‘প্রথম ও দ্বিতীয় তলায় বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুট গোডাউন রয়েছে। উপরে রয়েছে আবাসিক কোয়ার্টার। বেজমেন্টে প্রবেশপথ মাত্র দুইটি। বেশিরভাগ দোকানের তালা ও শাটার কেটে কেটে আগুন নেভাতে হচ্ছে। এ কারণে আগুন নেভাতে সময় লাগছে।’

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘বেজমেন্টে গোডাউন আছে, তার উপরে রয়েছে মার্কেট; এর উপরে আবাসিক অংশ। খুবই কমপ্লিকেটেড জায়গা। বেজমেন্টে ঢোকার একদিক থেকে অ্যাকসেস পাচ্ছি।’

সম্পর্কিত খবর :