হাদিকে নিয়ে সিঙ্গাপুর গেলো এয়ার অ্যাম্বুলেন্স
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৮ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি।
এর আগে দুপুর দেড়টার কিছু আগে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে।
জানা গেছে, আইসিইউ থেকে সরানোর সময় হাদির শারীরিক অবস্থা ছিল তুলনামূলকভাবে স্থিতিশীল ও অনুকূল। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে বিশেষ ব্যবস্থায় নিচে নামানো হয়। এ সময় তার দুই ভাই সঙ্গে ছিলেন।
এদিকে, শরীফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুল্যান্সে তুলে দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা, তার বিশেষ সহকারী এবং স্বাস্থ্য সচিব। তারা হাদির শারীরিক অবস্থা ও চিকিৎসা–সংক্রান্ত সার্বিক বিষয় তদারকি করেন। হাদির পরিবার ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।