Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ঢাকা-১৭

তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যা বললেন জামায়াত প্রার্থী

ডা. এস এম খালিদুজ্জামান | সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনিত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। তবে নির্বাচনে তারেক রহমানকে চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন না বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াতের এই প্রার্থী বলেন, ‘এই আসনে তারেক রহমান থাকায় সেটাকে চ্যালেঞ্জ মনে করছি না। আমার যে জনপ্রিয়তা তাতে জয়ের ব্যাপারে আশাবাদী।’

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘নিরাপত্তা দেবেন ভালো কথা তবে সবকিছুর লিমিট আছে। সেনাবাহিনী-পুলিশ তারেক রহমানকেএমনভাবেনিরাপত্তা দিয়েছে, যেন তারা আরেক দেশের সঙ্গে যুদ্ধ করছে।’

তারেক রহমান তেলবাজদের প্রশ্রয় দিচ্ছেন না উল্লেখ করে খালিদুজ্জামান বলেন, ‘যখন তারেক রহমান ও খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল, তখন তারা কোথায় ছিল? এখন নিরাপত্তার নামে কেন এতো তৈল দিচ্ছেন। আমরা এ ধরণের তৈলমর্দনের বিরুদ্ধে কথা বলবো। অতিরিক্ত তেলবাজি বন্ধ করুন।’

সম্পর্কিত খবর :