টাইমের তথ্য
তেহরানে বিক্ষোভে ২০০ জনের বেশি নিহত
ইরানে সরকারবিরোধী আন্দোলন দমনে ২০০ জনের অধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। যার অধিকাংশই সরাসরি গুলিতে। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বৃহস্পতিবার রাতে রাজধানী তেহরানের মাত্র ছয়টি হাসপাতালেই কমপক্ষে ২১৭ জন বিক্ষোভকারীর মরদেহ আনা হয়েছে।
টাইমের প্রতিবেদনে তেহরানের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে তিনি এ তথ্য জানিয়েছেন। তার মতে, নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলিতে। একটি নির্দিষ্ট শহরের মাত্র কয়েকটি হাসপাতালের চিত্র এটি।
এদিকে বিক্ষোভ দমনে এবং তথ্যপ্রবাহ রুখতে বৃহস্পতিবার রাত থেকে ইরানের প্রায় সব জায়গায় ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যোগাযোগ ব্যবস্থা অচল থাকায় প্রকৃত হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পেতে বেগ পেতে হচ্ছে।
টাইম ম্যাগাজিনের দাবি অনুযায়ী, দেশটির মোট ৩১টি প্রদেশেই এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। রাজধানী তেহরান থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলগুলোতেও মানুষ রাস্তায় নেমে এসেছেন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে চলা এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগের ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। মানবাধিকার সংস্থাগুলো ইরানের সরকারের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানালেও পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে।