Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২,৬২৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে স্বর্ণের দাম নতুন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বুধবার (১৪ জানুয়ারি) স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন এ দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ১২০ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৯ হাজার ২০৫ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ১৬ হাজার ৪৬০ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৩ হাজার ৪৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া রূপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট ক্যাডমিয়াম রূপার দাম প্রতি গ্রাম ৫১০ টাকা, ২১ ক্যারেট ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেট রূপার দাম প্রতি গ্রাম ৪২০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রূপার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ৪৩৫ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।

সম্পর্কিত খবর :