Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

ছবি: সংগৃহীত
দাবি মেনে নেওয়ার আশ্বাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন।

রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভবনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে বিইআরসি’র চেয়ারম্যান জালাল আহমেদ ও ব্যবসায়ীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এলপিজির দাম ভোক্তা পর্যায়ে সর্বনিম্ন দেড় হাজার টাকা নির্ধারণের দাবি জানান ব্যবসায়ীরা। একইসঙ্গে কমিশন বাড়ানোরও প্রস্তাব করেন তারা। এ সময় তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেয় বিইআরসি।

তবে শুনানি ছাড়া বিইআরসি’র আইনে দাম বাড়ানোর নিয়ম নেই।

সম্পর্কিত খবর :