মহাকাশে অসুস্থতা
মিশন অসম্পূর্ণ রেখেই পৃথিবীতে ফিরছেন নাসার ৪ ক্রু
মহাকাশে চিকিৎসাজনিত একটি সমস্যার কারণে নির্ধারিত সময়ের প্রায় এক মাস আগেই নাসা চারজন মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা একজন ক্রু সদস্য অসুস্থ হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাসার ইতিহাসে এই প্রথম কোনো মহাকাশচারীর স্বাস্থ্য সমস্যার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আগেভাগে ক্রু ফিরিয়ে আনা হচ্ছে। তবে অসুস্থতার ধরন কী, সে বিষয়ে কিছু জানায়নি নাসা। ব্যক্তিগত গোপনীয়তার কারণ দেখিয়ে সংস্থাটি জানিয়েছে, মহাকাশচারীদের স্বাস্থ্য সংক্রান্ত বিস্তারিত তথ্য সাধারণত প্রকাশ করা হয় না।
সিএনএন-এর এক প্রতিবেদনে জানা গেছে, চার সদস্যের এই দলকে পৃথিবীতে ফিরিয়ে আনবে স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল। নাসার তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে রওনা হতে পারেন। পরদিন ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে ক্যাপসুলটির সমুদ্রে অবতরণের কথা রয়েছে।
নাসার প্রধান স্বাস্থ্য ও চিকিৎসা কর্মকর্তা জেমস পোল্ক জানিয়েছেন, অসুস্থ মহাকাশচারীর অবস্থা এখন স্থিতিশীল। ফেরার পথে তার জন্য কোনো বিশেষ চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন হবে না। তবে তিনি জানান, মাটিতে নামিয়ে এনে পরীক্ষা করাই ওই মহাকাশচারীর জন্য সবচেয়ে ভালো হবে।
এক সংবাদ সম্মেলনে পোল্ক বলেন, ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উন্নত চিকিৎসা সরঞ্জাম থাকলেও পৃথিবীর জরুরি বিভাগের মতো সব ধরনের যন্ত্র সেখানে নেই।’
তিনি আরও বলেন, ‘এই ঘটনায় আমরা পুরোপুরি পরীক্ষা সম্পন্ন করতে চাই, আর সেটি সবচেয়ে ভালোভাবে করা সম্ভব পৃথিবীতেই।’