Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ঘোষণার এক বছর পরও অধরা ট্রাম্পের ‘সোনালি স্মার্টফোন’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের প্রতিশ্রুত সোনালি রঙের স্মার্টফোন | ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের প্রতিশ্রুত সোনালি রঙের স্মার্টফোন এখনো বাজারে আসেনি। এক বছর আগে নিজস্ব ব্র্যান্ডের ফোন আনার ঘোষণা দেওয়া হলেওট্রাম্প মোবাইলর সেই ফোনের দেখা মেলেনি বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি মেলা ‘সিইএস ২০২৬’-

ট্রাম্প অর্গানাইজেশনের অধীন এই উদ্যোগের আওতায় ‘টিওয়ান’ নামে ফোনটি ৫০০ ডলারে বাজারে আনার কথা ছিল। শুরুতে যুক্তরাষ্ট্রে তৈরি বলা হলেও পরে সেটিকে শুধু ‘গর্বিত আমেরিকান নকশা’ হিসেবে প্রচার করা হয়। এদিকে ফোনটি কবে আসবে-সে বিষয়ে নির্দিষ্ট সময়সূচিও বারবার বদলেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে এক হাজার ডলারের কম দামে স্মার্টফোন তৈরির জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সরবরাহব্যবস্থা এখনো প্রস্তুত নয়। ফলে প্রকল্পটি শুরু থেকেই কঠিন ছিল।

ফোনটির ভবিষ্যৎ অনিশ্চিত হলেও ট্রাম্প মোবাইল ইতিমধ্যে মাসিক ফিতে মোবাইল নেটওয়ার্ক সেবা বিক্রি করছে এবং পুরোনো আইফোন ও স্যামসাং গ্যালাক্সি ফোন সংস্কার করে বাজারে দিচ্ছে।

বিশ্লেষকদের ধারণা, নতুন ফোন তৈরির ঝুঁকি এড়িয়ে আপাতত এই পথই বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্পর্কিত খবর :