হাদির অবস্থা সংকটাপন্ন: মৃত্যু হলে শাহবাগে জড়ো হওয়ার ডাক ইনকিলাব মঞ্চের
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরেই জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে দেশবাসীর কাছে ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। তবে একইসঙ্গে, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেক্ষেত্রে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
পোস্টে স্পষ্টভাবে বলা হয়েছে, যদি ওসমান হাদি মৃত্যুবরণ করেন তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় শাহবাগে বড় ধরনের জমায়েত করা হবে।
ইনকিলাব মঞ্চের পোস্টে আরও উল্লেখ করা হয়, ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
হামলাকারীদের গ্রেপ্তারের বিষয়ে আল্টিমেটাম দিয়ে সংগঠনটি জানায়, খুনীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে।
এছাড়া অভিযুক্তরা দেশত্যাগ করলে তাদের ফিরিয়ে আনার ব্যাপারেও কঠোর অবস্থান ব্যক্ত করা হয়েছে পোস্টে।
এ প্রসঙ্গে বলা হয়, খুনি যদি ভারতে পালিয়ে যায়- সেক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। পরে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।