এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, রুটিন প্রকাশ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এরই মধ্যে পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। ২১ এপ্রিল বাংলা ১ম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২০ মে।’
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, মাদ্রাসা (দাখিল) ও কারিগরির এসএসসি (ভোকেশনাল) একই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এবারের সূচি মোট ১৪টি নির্দেশনাবলী দিয়ে প্রকাশ করা হয়েছে; যাতে প্রথমেই বলা হয়েছে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পবেশপত্র বিতরণ করা হবে পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে।
উল্লেখ্য, ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল শুরু হয়েছিল। সে হিসেবে এবারের পরীক্ষা পিছিয়েছে মাত্র ১১ দিন।