মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নিহত
রাজধানির মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি ছোঁড়া হয়েছিল।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মগবাজার দিলু রোড সংলগ্ন নিউ ইস্কাটন রোডে ঘটনা ঘটে।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভ ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের কাজ চলছে।
বড়দিনের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।
নিহত ব্যক্তির নাম সিয়াম, বয়স ২২ বা ২৩ বছর। তিনি সেখানে একটি দোকানে চা খেতে গিয়েছিলেন।