Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। ফলে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর চালায়।

বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে বাঘা যতীন পার্কে জমায়েত হন বিভিন্ন সংঘটনের প্রায় ৩০০ সদস্য। এরপর তারা বাংলাদেশের ভিসা অফিস ঘেরাও করেন। পরে তাদের একটি প্রতিনিধিদল ভিসা অফিসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। তারা অফিস বন্ধ রাখতে বলে।

এ ঘটনার প্রেক্ষাপটে শিলিগুড়িতে ওই ভিসা কেন্দ্রের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কলকাতা দপ্তরে কূটনৈতিক পত্র পাঠিয়েছে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন।

সম্পর্কিত খবর :