প্রথম আলো-ডেইলি স্টারের অফিস ভাঙচুরের পর আগুন
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। জানা গেছে, অগ্নিসংযোগের সময় ডেইলি স্টারের ভবনের ছাদে আটকা ছিলেন বেশ কয়েকজন কর্মী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগানোর পর আতঙ্কিত হয়ে ছাদে চলে যান ভেতরে অবস্থানকারী সংবাদকর্মীরা।
ডেইলি স্টারের আহমেদ দিপ্ত ফেসবুকে একটি ভিডিও আপলোড দিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এমন লেট নাইট ডিউটি যেন কারও জীবনে না আসুক। ছাদে আটকা পড়ছি, মাফ কইরা দিয়েন। ভবনে আগুন দিছে, দেখা নাও হতে পারে।’
এদিকে, বিক্ষুব্ধ আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে প্রথম আলো কার্যালয়ে গিয়ে প্রথমে ভাঙচুর শুরু করে। এক পরজায়ে রাত ১২টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ কার্যালয়ের ভেতরে প্রবেশ করে টেবিল-চেয়ার ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে রাস্তায় বের করে এনে আগুন ধরিয়ে দেয়।