স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২ টা ৪৫ মিনিটের দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। তবে অবরোধকারীর সংখ্যা কম হওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ করা যায়নি।
জাতীয় ছাত্রশক্তির আহবায়ক আবু বাকের মজুমদার বলেন, আমরা ঢাকা শহরের ছাত্র জনতাকে আহবান জানাই, তারা যেন ব্লকেড কর্মসূচি সফল করেন।
ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি বলেন, যারা গুলি করে পালিয়ে গিয়েছে তাদেরকে আজকে আমাদের রাষ্ট্রের প্রশাসন এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। আমরা সেদিন ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম, তারা ২৪ ঘণ্টার মধ্যে কিচ্ছু করতে পারেনি। বরং আমরা দেখেছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তরকারিতে পেঁয়াজ হয়েছে কিনা সেটা টেস্ট করছেন। যেখানে তার গুরুদায়িত্ব হচ্ছে রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে আমরা দেখেছি পরিষ্কারভাবে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন।
তিনি বলেন, ‘আমার ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর সন্ত্রাসীরা ভারতে পালিয়ে যায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই এরকম অথর্ব উপদেষ্টার প্রয়োজনীয়তা বাংলাদেশের মানুষের নেই।’