পিএসসির গাড়িচালক আবেদ আলীর সহযোগীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে রোববার (৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আল-আমিন তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, সৈয়দ আবেদ আলী জীবনের সাথে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে জনাব মো. জাকারিয়া রহমান একজন। বিশ্বস্থ সূত্রে জানা যায় , তিনি (জাকারিয়া) একজন সরকারি কর্মকর্তা হিসেবে সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের সাথে জড়িত এবং তিনি দেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমতাবস্থায় মামলার তদন্তকার্য শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা একান্ত জরুরি।
জাকারিয়া ঝিনাইদহর শৈলকূপা উপজেলার ধাওড়া গ্রামের শফিকুর রহমানের ছেলে।