উত্তাল শাহবাগ, ঢাবি ক্যাম্পাসেও বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তেজিত জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন। বিক্ষোভ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর শাহবাগ মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় চারদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় তারা ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও’; ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’; ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’–ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন।
গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।