Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা

ছবি: স্টার নিউজ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যার সঙ্গে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মিছিলটি লেকচার থিয়েটার, ভিসি চত্বর ও টিএসসি প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে পৌঁছে অবরোধে পরিণত হয়। সেখানেই বিকেলে এই ঘোষণা দেন সংগঠনের কর্মীরা।

অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি হত্যার পেছনে যারা জড়িত, এর যারা পরিকল্পনাকারী, হত্যাকারী—তাদের সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। আজকে শাহবাগ অবরোধ করেছি। আগামীকালও করা হবে। সারা বাংলাদেশ থেকে জনতা আসছে।’

পরিস্থিতি ‘খারাপ করা হলে’ যমুনা ঘেরাও করতে তারা বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন হাদির ভাই শরিফ ওমর বিন হাদি। তিনি বলেন, ‘আমরা রাজপথে নেমেছি, বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা কিন্তু আরও কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো। রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগেই বলে দিতে চাই, আমাদের বাধ্য করবেন না যমুনা ঘেরাও করতে।’

সম্পর্কিত খবর :