রাজধানীতে তীব্র গ্যাস সংকট, যা বললো তিতাস
রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে মালবাহী ট্রলারের নোঙ্গরের আঘাতে গ্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে ঢাকা মহানগরী এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলছে।
শুক্রবার (৯ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হলেও মেরামতকালীন সময়ে পাইপে পানি প্রবেশ করায় রাজধানীতে গ্যাসের চাপ কমে গেছে। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এদিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অপারেশন ডিভিশনের জেনারেল ম্যানেজার প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘আমিনবাজার থেকে আসা গ্যাস পাইপলাইনটি বুড়িগঙ্গা নদীর নিচে লিকেজ হয়েছে। ফলে নিরাপত্তাজনিত কারণে মোহাম্মদপুরসহ কয়েকটি এলাকায় গ্যাসের চাপ কমিয়ে রাখা হয়েছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর, শেওড়াপাড়া, মিরপুর, শনিরআখড়া, মগবাজারের নয়াটোলা, চেয়ারম্যানগলি, রামপুরা, বাড্ডা, বাসাবো এবং পুরান ঢাকার সূত্রাপুর, রায়সাহেব বাজার ও লক্ষ্মীবাজারসহ বিভিন্ন এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে।
এদিকে পাইপলাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় এলপি গ্যাস বা সিলিন্ডারের ওপর নির্ভরতা বাড়ছে। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নির্ধারিত দামে কোথাও এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করছেন ভোক্তারা।