Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

নিখোঁজ ওয়াসিমকে ফিরিয়ে দেয়ার দাবি এনসিপির

নিখোঁজ এনসিপি নেতা ওয়াসিম | ছবি : সংগৃহীত
ডিবি পরিচয়ে (৪ জানুয়ারি) কালো মাইক্রোবাস যোগে এনসিপি নেতা ওয়াসিমকে তুলে নিয়ে যাওয়া হয়। অনেক খোঁজখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এই গুমের ঘটনার দ্রুত তদন্ত করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করার দাবি জানিয়েছে এনসিপি।

এ নিয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির নেতারা।

সম্মেলনে এনসিপির নেতারা বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আমলে গুমের সঙ্গে সরাসরি জড়িত ছিলো আইনশৃঙ্খলাবাহিনী। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তা কাম্য নয়।’

তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে এর সুষ্ঠু তদন্ত করে ওয়াসিমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান।

এসময় ওয়াসিমের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে গুমের পুরো ঘটনা তুলে ধরেন এবং ওয়াসিমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান।

তারা বলেন, ওয়াসিমের গুমের ঘটনা প্রমাণ করে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা অবনতি।

সম্পর্কিত খবর :