দুই ঘণ্টা পর ফার্মগেট ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল শুরু
রাজধানীর ফার্মগেটের সড়ক দুই ঘণ্টা অবরোধ করার পর সরে গেছেন তেজগাঁও কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ফলে ওই এলাকায় আবারও যান চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে ফার্মগেটে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে টারা সড়ক ছেড়ে চলে যান।
জানা গেছে, তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানার (১৮) মৃত্যুর জেরে ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েক শ শিক্ষার্থী। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী-চালকরা।
গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর ধাক্কাধাক্কি থেকে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এ সময় মাথায় গুরুতর আঘাত পান রানা। পরে তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিসয়ে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল রহমান বলেন, সাকিবুল হাসান রানা হত্যায় মামলা হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।