কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার জমেলা টাওয়ার নামের একটি ১২ তলা ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ইতোমধ্যে ওই ভবন থেকে ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সর্বশেষ সাড়ে ৮টা পর্যন্ত আগুন নিভেনি। এ পর্যন্ত মোট ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে ভবন থেকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস বলছে, ভবনটিতে কাপড় ও তারের গোডাউন রয়েছে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিতে রয়েছেন কেরানীগঞ্জ ভূমি দক্ষিণ সার্কেল এসিল্যান্ড আফতাব আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ওসি তদন্ত, ফায়ার সার্ভিস সদস্য, কলকারখানা পরিদর্শক ও কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান।