মার্চ ফর ইনসাফ
শাহবাগে জড়ো হচ্ছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি সফল করতে শাহবাগে জড়ো হতে শুরু করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সময়ের সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়তে দেখা গেছে।
রবিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শাহবাগে জড়ো হতে শুরু করেন তারা।
এ সময় তারা ‘আমার ভাই কবরে-খুনি কেন বাহিরে’, ‘ইনকিলাব ইনকিলাব-জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘উই ওয়ান্ট-জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা’ ইত্যাদি স্লোগান দেন।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে ৬ জানুয়ারি পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। ৭ জানুয়ারির মধ্যে হাদির খুনি ও খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করার দাবিও জানিয়েছে তারা। তা-না হলে ৭ জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।