Search

Search

অপে ক্ষা

  • Day
  • Hours
  • Min
  • Sec

বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার ভ্যালেন্টিনো গারাভানি আর নেই

ফ্যাশন ডিজাইনার ভ্যালেন্টিনো | ছবি : সংগৃহীত
ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার ভ্যালেন্টিনো গারাভানি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। ভ্যালেন্টিনো নামেই বিশ্বজুড়ে পরিচিত ছিলেন এই ডিজাইনার।

বিংশ শতাব্দীর ফ্যাশন জগতের অন্যতম এই দিকপাল ১৯৬০ সালে ভ্যালেন্টিনো ফ্যাশন হাউসের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। জর্জিও আরমানি ও কার্ল ল্যাগারফেল্ডের মতো শীর্ষ ডিজাইনারদের সঙ্গে তার নাম উচ্চারিত হতো।

তার নকশা করা পোশাক পরেছেন এলিজাবেথ টেইলর, ন্যান্সি রিগ্যান, শ্যারন স্টোন, জুলিয়া রবার্টস এবং গিনেথ পাল্ট্রোর মতো বিশ্বখ্যাত তারকারা।

ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে 'ভ্যালেন্টিনো গারাভানি অ্যান্ড জিয়ানকার্লো গিয়াম্মেত্তি ফাউন্ডেশন' জানিয়েছে, রোমে নিজের বাড়িতে পরিবারের সদস্যদের ভালোবাসায় সিক্ত হয়ে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

ফাউন্ডেশন জানিয়েছে, ২১ ও ২২ জানুয়ারি রোমের পিয়াজ্জা মিগনানেল্লিতে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ভ্যালেন্টিনোর মরদেহ রাখা হবে। পরদিন 'বেসিলিকা অফ সেন্ট মেরি অফ দ্য অ্যাঞ্জেলস অ্যান্ড মার্টিয়ার্স'-এ তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

১৯৩২ সালে ইতালির লোম্বার্দি অঞ্চলে জন্মগ্রহণ করেন ভ্যালেন্তিনো। ১৭ বছর বয়সে পড়াশোনা করতে ফ্রান্সের রাজধানী প্যারিসে যান তিনি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে অনুষ্ঠিত ব্রিটিশ ফ্যাশন অ্যাওয়ার্ডে ভ্যালেন্তিনোকে বিশেষ সাফল্যের জন্য সম্মাননা দেওয়া হয়।

সম্পর্কিত খবর :