Search

Search

অপে ক্ষা

  • Day
  • Hours
  • Min
  • Sec

যুক্তরাষ্ট্রে গাড়ির দাম কমাতে তৎপর ট্রাম্প প্রশাসন

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে অটো শো-এর মিডিয়া দিবসে ফোর্ড মোটর ব্রঙ্কো এসইউভিগুলো প্রদর্শিত হচ্ছে | ছবি: সংগৃহীত
গাড়ির দাম মার্কিন নাগরিকদের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে নতুন উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এ লক্ষ্য পূরণে যানবাহনের কার্বন নিঃসরণসংক্রান্ত কঠোর বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৯ জানুয়ারি) ডেট্রয়েট অটো শো পরিদর্শনে গিয়ে মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি এ কথা জানান। তিনি বলেন, ‘গাড়ির দূষণ সংক্রান্ত কিছু কঠোর নিয়ম তুলে নেওয়া হলে বাজারে গাড়ির দাম কমবে। এতে সাধারণ মানুষ তাদের পছন্দের গাড়ি সহজে কিনতে পারবে।’

তিনি জানান, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় চালু হওয়া বৈদ্যুতিক গাড়ি–সংক্রান্ত কঠোর নীতিমালা শিথিল করা হচ্ছে। তবে এটি বৈদ্যুতিক গাড়ির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় বলেও জানান তিনি।

রয়টার্স এর প্রতিবেদন সূত্রে, দায়িত্ব নেওয়ার এক বছর পর এবং নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে অর্থনৈতিক চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় তিনি দ্রুত পণ্যের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

গবেষণা প্রতিষ্ঠান কক্স অটোমোটিভ জানায়, ডিসেম্বর মাসে নতুন গাড়ি কেনাবেচার গড় মূল্য বেড়ে রেকর্ড ৫০ হাজার ৩২৬ ডলারে পৌঁছেছে। সে সময় ক্রেতারা বেশি দামী ট্রাক ও বড় বহুমুখী গাড়ি কিনেছেন, আর নির্মাতা প্রতিষ্ঠানগুলো কম দামের প্রাথমিক মডেলের গাড়ি আগের তুলনায় কম বাজারে আনছে।

সম্পর্কিত খবর :