দুর্নীতিমুক্ত স্বচ্ছ বাংলাদেশ গড়ার গ্যারান্টি দিতে চাই: জামায়াত আমীর
দুর্নীতিমুক্ত স্বচ্ছ বাংলাদেশ গড়ার স্বচ্ছতার আমরা গ্যারান্টি দিতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, শিল্পোদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত পলিসি সামিট-২০২৬ এ তিনিএ কথা বলেন।
জামায়াত আমীর বলেন, বিশ্বের মানুষ জানে ২০২৪ সালে আমরা ফ্যাসিবাদমুক্ত করেছি। যারা বিরোধী পক্ষের স্বাধীনতা নষ্ট করেছিল। দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে গত ২৪ এর আগস্টে। ৩০ হাজার মানুষ আহত ও অনেকে নিহত হয়েছেন।
অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা চেষ্টা করেছে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। এটা নতুন বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বে নতুন যাত্রা শুরু করেছে। অর্থীনীতিতেও সম্ভাবনা রয়েছে। পার্টনার হয়ে কাজ করবে বন্ধু প্রতীম দেশগুলোর সঙ্গে। আমাদের পার্টিও সবার সঙ্গে একাত্ম হয়ে কাজ করবে। এবং উদ্ভাবনী টেকনোলজি বিষয়েও কাজ করবে।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দল সব দলের সঙ্গে একাত্ম হয়ে আগামী নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে। আমরা যদি সুযোগ পাই বিশ্বস্ততার সঙ্গে মানুষের জন্য কাজ করবো। নারীরা দেশের মোট আয়ে অংশগ্রহণে করছে। নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করবে। আমাদের দলও নারীদের কর্মসংস্থান নিয়ে কাজ করবে আন্তরিকতার সঙ্গে।
তিনি আরও বলেন, আমাদের সম্ভাবনাময় তরুণরা রয়েছে, তারা দেশের সম্ভাবনার জন্য কাজ করছে। আমার দলও তাদের জন্য কাজ করবে। বিদেশের সঙ্গে আমার দলও ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাবে। কলকারখানা বৃদ্ধিতেও কাজ করবো। ছোট ছোট কর্মসংস্থান থেকে শুরু করে সব ধরনের উদ্যোক্তা তৈরি করা হবে। সব জাতি-ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে কাজ করবো।