মুন্সিগঞ্জে নিজ বসতঘরে মিলল মা-মেয়ের রক্তাক্ত মরদেহ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের ভাড়ারিয়া গ্রামে নিজ বসতঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মা আমেনা বেগম (৩৫) ও মেয়ে মরিয়ম (১০)।
পুলিশ সুপার জানান, নিহত আমেনা বেগমের স্বামী পেশায় একজন দিনমজুর। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ পরবর্তী কার্যক্রম করা হচ্ছে। পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।