প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে এনসিপির বৈঠক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এর আগে, রোববার রাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সোমবার তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের নানা বিষয় তুলে ধরা হবে বলে জানান তিনি।