Search

Search

অপে ক্ষা

  • Day
  • Hours
  • Min
  • Sec

স্পেনে ২ ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯

সংঘর্ষে বিধ্বস্ত ট্রেন | সংগৃহীত

স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু যাত্রী। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে দেশটির কর্ডোবা প্রদেশের আদামুজ এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, একটি দ্রুতগামী ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিকের রেলপথে উঠে যায়। সে সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের তীব্রতায় একাধিক বগি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছে উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার কারণ তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছে স্পেন সরকার।

সম্পর্কিত খবর :