Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপে ক্ষা

  • Days
  • Hours
  • Min
  • Sec

আরব আমিরাতে দেখা গেছে শাবান মাসের চাঁদ, রমজানের গণনা শুরু

প্রতীকী ছবি | সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে শাবান মাসের নতুন চাঁদ দেখা গেছে। এর মাধ্যমে শুরু হয়ে গেল পবিত্র রমজান মাসের দিন গণনা। দেশটিতে আগামী ২৯ অথবা ৩০ দিন পর শুরু হবে রমজান মাস। খবর গালফ নিউজের।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধীন আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি সোমবার (১৯ জানুয়ারি) আবুধাবি থেকে ১৪৪৭ হিজরির শাবান মাসের চাঁদের ছবি ধারণ করে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে এই চাদের ছবি ধারণ করা হয়। এসময় চাঁদ থেকে সূর্যের কৌণিক দুরত্ব ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানিয়েছে, এই ধরনের পর্যবেক্ষণ ইসলামী জ্যোতির্বিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ধর্মীয় মাসগুলোর সূচনা নির্ধারণে চাঁদ দেখার তথ্য বড় ভূমিকা রাখে। এতে হিজরি ক্যালেন্ডারের গণনা আরও নির্ভুল করা সম্ভব হয়।

সংস্থাটি নিয়মিতভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে এ ধরনের পর্যবেক্ষণ পরিচালনা করে থাকে। এর মাধ্যমে একদিকে যেমন বৈজ্ঞানিক গবেষণা এগিয়ে নেওয়া হয়, তেমনি সাধারণ মানুষের মাঝেও জ্যোতির্বিজ্ঞানের গুরুত্ব ও সংস্কৃতিগত প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়।

সম্পর্কিত খবর :