Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপে ক্ষা

  • Days
  • Hours
  • Min
  • Sec

বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য ও সার সরবরাহ বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষিবিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী | ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য ও সার সরবরাহ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষিবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ জানুয়ারি) রাশিয়া ফেডারেশন বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর মাধ্যমে বাংলাদেশকে উপহার হিসেবে ৩০ হাজার টন পটাশ সার হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে সার হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাশিয়া ফেডারেশন বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর মাধ্যমে বাংলাদেশকে উপহার হিসেবে ৩০ হাজার মেট্রিক টন পটাশ সার হস্তান্তর করেছে। জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতার মধ্যে আজকের এই উদ্যোগ আন্তর্জাতিক সহযোগিতার একটি উজ্জ্বল উদাহরণ।

তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছে ইউরিয়া ছাড়া অন্যান্য সারের মজুদ ১০.৩৫ লাখ টন। যা ১৯৬১ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর পর থেকে সর্বোচ্চ। এতে আসন্ন কৃষি মৌসুমে সারের সরবরাহ পরিস্থিতি স্বস্তিদায়ক থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত রাশিয়া ফেডারেশনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন।

অনুষ্ঠানে বক্তব্যে কৃষি উপদেষ্টা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য ও সার সরবরাহ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতা এবং বৈশ্বিক সংকট কৃষি খাতে সরাসরি প্রভাব ফেলছে। এ অবস্থায় আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ ধন্যবাদ জানান তিনি।

এছাড়া অনুষ্ঠানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) বাংলাদেশের ভারপ্রাপ্ত উপ-কান্ট্রি ডিরেক্টর ডেভিড থমাস এবং রাশিয়ার শীর্ষস্থানীয় সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উরালকেমের গ্লোবাল হেড অব সেলস দিমিত্রি বোলদিরেভ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

সম্পর্কিত খবর :