ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন থানায় মামলা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) রাতে মামলাটি দায়ের করা হয়। তবে মামলার বাদী ও আসামি সম্পর্কে কোনো তথ্য জানায়নি পুলিশ।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার হারুন অর রশীদ।
তবে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।
গত ১২ ডিসেম্বর ওসমান হাদি রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন। গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে আজ সরকারি খরচে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত তিনজনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ছাত্রলীগের নেতা ফয়সল করিম মাসুদ ওরফে রাহুল, চালক ছিলেন আলমগীর শেখ। ঘটনার আগে হাদিকে অনুসরণকালে (রেকি) এই দুজনের সঙ্গে আরও একজন ছিলেন। তার নাম রুবেল। তিনি আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে।